‘দুর্নীতির কলঙ্ক থেকে দেশ এখন মুক্ত’
সিংড়া প্রতিনিধি:>>>
দুর্নীতির কলঙ্ক থেকে দেশ এখন মুক্ত বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি)।
সোমবার দুপুরে সিংড়া উপজেলা হলরুমে ‘‘সিংড়া উপজেলার বিভিন্ন দপ্তরে দুর্নীতি ও হয়রানি মুক্তকরণ’’ শীর্যক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, চার দলীয় জোট সরকারের আমলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিলো। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই কলঙ্ক মোচন করতে পেরেছি। বাংলাদেশকে এখন কেউ আর তলাবিহনী ঝুড়ি বলে না। দিন পাল্টেছে, আমরা এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। শুধু তাই নয় প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ বিশ্বের মডেল হতে যাচ্ছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন আমরা সেই পথেই হেটে যাচ্ছি। এসময় তিনি আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
এসময় অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, ইউএনও নাজমুল আজসান, কামরুল ইসলাম কামরান প্রমুখ উপস্থিত ছিলেন।



