সরকার সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে: ফখরুল

স্টাফ রিপোর্টার:>>>
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সুপরিকল্পিত ভাবে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করছে।
সোমবার সন্ধ্যায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, যত ধরনের কূটনৈতিক প্রচেষ্টা আছে তা গ্রহণ করে রোহিঙ্গাদের সাহায্য ও তাদেরকে মিয়ানমারে পাঠানো জন্য সরকারকে চেষ্টা করতে হবে।
তিনি আরোও বলেন, সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চাচ্ছে, যদি সরকার মনে করে বেগম খালেদা জিয়ার কেউ নেই তাহলে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন।
মির্জা ফখরুল সরকারকে উদ্দেশ্য করে বলেন, সাবমেরিন ক্যাবল এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন খালেদা জিয়া সেই কথাতো আপনারা বলছেন না। তিনি বলেন, বাংলাদেশের যা কিছু সুন্দর্য সব কিছুতেই খালেদা জিয়ার অবদান রয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন খালেদা জিয়া।