দেশে আজ চরম সাংবিধানিক সংকট চলছে : আমির খসরু

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩০ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>

 

সরকার মুখে আইনের শাসনের কথা বললেও তারা আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে আজ চরম সাংবিধানিক সংকট চলছে। সরকার জনগণকে আদালতের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে। এখন হাকিম নড়বে নাকি হুকুম নড়বে তা জনগণ দেখতে চায়।
আজ বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে লেবার পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘রুখো আগ্রাসন-হটাও দুঃশাসন’ শীর্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

অনুষ্ঠানে ‘দেশ আজ চরম ক্রন্তিকাল অতিক্রম করছে’ বলে মন্তব্য করেন লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
ঢাকা উত্তর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, যুবদলের সাবেক সভাপতি এ্যালবার্ট পি. কষ্টা, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, অ্যাডঃ ফারুক রহমান, মোসলেম উদ্দিন, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, সাংগঠনিক সম্পাদক হুমাউন কবীর, ঢাকা দক্ষিণ সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, ছাত্রমিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজ ও সাধারণ সম্পাদক সালমান খান বাদশা প্রমুখ।

আপনার মতামত লিখুন :