বিএনপি কি পারে এবং কি পারবে?

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৭ পিএম, ০৬ অক্টোবর ২০১৭

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবার বদলাতে শুরু করেছে দেশের রাজনৈতিক হাওয়া। ইতোমধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানান গুঞ্জন। কেউ দাবি করছেন দলীয় সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ বলছেন নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে হলে সহায়ক সরকারের কোনো বিকল্প নেই।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরী করেছে দলটি।

বিএনপির সিনিয়র ও দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য সহায়ক সরকারের বিকল্প নেই। তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরেই সহায়ক সরকারের রুপ রেখা দিবেন। তবে সরকার যদি বিএনপির রুপরেখা প্রত্যাখান করে, তাহলে কঠোর আন্দোলনে যাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘১৯৭১ সালে আমরা যদি যুদ্ধে জয়লাভ না করতাম তাহলে এদেশে গণতন্ত্র বা স্বাধীন দেশ কখনই হতো না। যুদ্ধ ঘোষণা করে প্রত্যাশা নিয়ে। যে কোনো মানুষই তার প্রত্যাশার জন্যে লড়াই করে।’

তিনি বলেন, এ দেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের ইতিহাস দীর্ঘকালের কিন্তু আগামী দিনে এ লড়াইয়ে গণতন্ত্রের পক্ষের শক্তি জয় লাভ করবে এটা কোনো হিসাব নিকাশ ছাড়াই বলা যায়। কেননা বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়।

আগামী নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে রুপরেখা উপস্থান করবেন বিএনপি কি পারবে তা প্রতিষ্ঠা করতে এমন প্রশ্নের জবাবে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, ‘বিএনপি একা কেন সহায়ক সরকার প্রতিষ্ঠা করবে? সব দল মিলেই করবে। সরকার ২০১৪ সালের ৫ জানিুয়ারি সংসদ বহাল রেখে সংসদীয় ব্যবস্থা ধ্বংস করছে। অনেক দল তো নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসেছে। কেউ কি বলেছে এই সংসদ রেখে নির্বাচন করা। প্রত্যেকেই বলেছে এই সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করতে হবে।বিএনপির একার দাবি নাতো এটা জনগণের দাবি। এটা রাজনৈতিক দলের দাবি। সাধারণ মানুষের দাবি।’

দেশে সহায়ক সরকার প্রতিষ্ঠা করতে ছাত্রদলের ভূমিকা কেমন হতে পারে জানতে চাইলে বর্তমান সভাপতি রাজীব আহসান বলেন, আমাদের নেত্রী চিকিৎসার জন্য লন্ডনে আছেন। চিকিৎসা শেষে দেশে ফিরে সহায়ক সরকারের রুপরেখা দিলে আমরা তখন আমাদের করণীয় নির্ধারণ করতে পারব।

আপনার মতামত লিখুন :