শেখ হাসিনা মানবতার বাতিঘর : বাবলা

নিজস্ব প্রতিবেদক:>>>
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব মানবতার বাতিঘর। বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা। তিনি মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
একই সঙ্গে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে আমাদের নেতা এরশাদ ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ প্রমাণ করেছেন তারা সত্যিকারের মানবতাবাদী গণমানুষের নেতা। আর জাতীয় পার্টি মানবতাবাদী রাজনৈতিক দল।
শনিবার রাজধানীর শ্যামপুরে শ্যামপুর ও কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাংবাদিক সুজন দে, কদমতলী থানার সভাপতি শামসুজ্জামান কাজল, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, সহ-সভাপতি হানিফ সর্দার, জহিরুল ইসলাম সরকার, মাইনুদ্দিন আহমেদ বাবু, মোতালেব হোসেন, ইন্দ্রজিত দাশ, জহিরুল ইসলাম জহির, সিরাজুল ইসলাম ও আলমগীর হোসেন।
বর্ধিত সভায় আবু হোসেন বাবলা বলেন, আমরা গত সাড়ে তিন বছরেরও বেশি সময় সংসদে কার্যকর বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছি। আবার সরকারের অংশীদার হিসেবে সরকারে উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতা করছি। শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছেন। জাতীয় পার্টিও সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে।