রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে দুই মন্ত্রী

স্টাফ রিপোর্টার:>>>
ঈশ্বরদীর রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুল্লি বসানোর কাজের উদ্বোধনের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেছেন দুই মন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রবিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সরকারের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধিদল রূপপুরে হেলিপ্যাডে অবতরণ করেন।
এসময় রূপপুর ভবনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. ইয়াফেস ওসমান এর সভাপতিত্বে প্রকল্পের পারমাণবিক চুল্লি বসানোর কাজের প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ছাড়াও অন্যান্য সচিবদের মধ্যে উপস্থিত ছিলেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব নজিবুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, ভূমি সচিব আব্দুল জলিল, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস, পরিবেশ ও বন সচিব ইসতিয়াক আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনোয়ার হেসেন, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জল হোসেন প্রমুখ। সভা শেষে মন্ত্রীদ্বয় ও সচিব সহ সরকারের বিশেষ ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প এলাকা ঘুরে ফিরে দেখেন। এসময় প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর উদ্বোধনের নিমিত্তে সম্পাদিত সকল কাজের অগ্রগতির ব্যাখ্যা প্রদান করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারমাণবিক চুল্লি বসানোর অর্থাৎ ফাস্ট কংক্রিট পোরিং ডেট বা এফসিডি কাজের উদ্বোধন নভেম্বরের প্রথমার্ধে করবেন বলে ইতোমধ্যেই সম্মতি জ্ঞাপন করেছেন বলে প্রকল্পের কর্মকর্তা ড. সৌকত আকবর ইত্তেফাককে নিশ্চিত করেন। তিনি জানান, ইতোমধ্যেই পারমাণবিক চুল্লি বসানোর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে। এই উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়া ও ভারত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন। তিনি আরো জানান, এরমধ্যে আমন্ত্রণও জানানো হয়েছে। দুই দেশের প্রতিনিধিদের আগমনের তারিখ পাওয়া গেলে নভেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে উদ্বোধনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের রীতি অনুযায়ী এই উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক জগতে প্রবেশ করবে।