রাতে বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

স্টাফ রিপোর্টার:>>>
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার রাত সাড়ে ৮টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া।
জানা গেছে, নির্বাচন কমিশনের সঙ্গে শেষ হওয়া সংলাপ ছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।
চিকিৎসার জন্য তিন মাস লন্ডনে অবস্থান শেষে গত বুধবার দেশে আসেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওইদিন বিমানবন্দরে তাকে ব্যাপক সংবর্ধনা দেন দলীয় নেতাকর্মীরা। এর পরের দিন গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আদালতে হাজির হন খালেদা জিয়া।
জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে জামিন দেন।
এদিকে গতকাল সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের পর স্থায়ী কমিটির এ বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।