ফেনীতে আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা

স্টাফ রির্পোটাির:>>>>
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ স্বীকৃতি পাওয়ায় ফেনীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ফেনী পৌর চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের পৌর চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সংগঠনের পৌর সাধারণ সম্পাদক আবদুল করিম, সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বিকম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।