১২ নভেম্বরের সমাবেশে প্রধান অতিথি বেগম খালেদা

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২১ পিএম, ০৮ নভেম্বর ২০১৭

জিএস নিউজ ডেস্ক:>>>>

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ১২ নভেম্বর (রোবাবর) অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ তথ্য জানান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ১২ নভেম্বরের জনসমাবেশ আমাদের কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তিপূর্ণভাবে এ সমাবেশ করতে চাই।

জনসমাবেশ সফল করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা চেয়ে বিএনপি মহাসচিব বলেন, সব সময় তারা (আওয়ামী লীগ) বলে, রাজনৈতিক কর্মসূচিতে তারা বাধা দেন না। তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন। আশা করি তারা শান্তিপূর্ণ এ সমাবেশের অনুমতি দেবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, আহমদ আজম খান, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা ও আশপাশের জেলার নেতাদের নিয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :