অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে দরকার ঐক্যবদ্ধ আন্দোলন: আমান উল্লাহ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার চেষ্টা করা হলে দেশে আগুন জ্বলবে হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতা আমান উল্লাহ বলেছেন, এ সরকারের আমলে কথা বলার অধিকার নেই, সমাবেশ করার অধিকার নেই। আজ বাংলাদেশে গণতন্ত্র অবরুদ্ধ। গণতন্ত্রের মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আবার সকলকে রাজপথে আসতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হবে।

শুক্রবার টাঙ্গাইলের কাগমারীতে জেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামসুল আলম তোফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অব. মাহমুদুল হাসান, পল্লী­ উন্নয়ন সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী সদস্য সাঈদ সোহরাব, নুর মোহাম্মদ খান, সামজ্জামান সুরুজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

বিচার বিভাগ ভয়াবহ অবস্থায় উল্লেখ করে তিনি বলেন, আজ বিচার বিভাগ ভেঙে পড়েছে। প্রধান বিচারপতিকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এ দেশে আইনের শাসন নেই। বাংলাদেশ আজ ভয়াবহ অবস্থায় রয়েছে।

আপনার মতামত লিখুন :