ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন খালেদা জিয়া

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৬ এএম, ০১ জানুয়ারি ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২ জানুয়ারি ছাত্র সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া। এছাড়া ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১ জানুয়ারি বিকেল ৩টায় সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান সমাধিতে ফুলে দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

উল্লেখ, ১৯৭৮ সালে ১ জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

 

আপনার মতামত লিখুন :