বিএনপির সামনে নির্বাচনের বিকল্প কিছু নেই : তোফায়েল
নিজস্ব প্রতিবেদক:>>>
রাজনীতির মাঠে টিকে থাকতে হলে বিএনপিকে অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি অভিনন্দন জানাই যে খালেদা জিয়া, তিনি তাঁর ইচ্ছা ব্যক্ত করেছেন, আমাদের নির্বাচনের বাইরে রাখা যাবে না। অর্থাৎ আমরা নির্বাচনের বাইরে রাখতে চাই না। আমরাও চাই, তাঁর যে উপলব্ধি, তিনি যে নির্বাচন করবেন, বিএনপির নির্বাচনে আসার বিকল্প কিছু নেই বলেই আমি মনে করি।’
বিগত দিনে দেশে যে রাজনৈতিক অরাজকতা তৈরি করেছে বিএনপি, সেই পরিস্থিতি আগামী দিনের জন্য পরিহার করতেও দলটির প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। আর আগামী নির্বাচনের সময় আওয়ামী লীগই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে বলে আবারও নিশ্চিত করেন তোফায়েল আহমেদ।



