ছাত্রলীগ অন্যায় করে থাকলে শাস্তি হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদকঃ>>>>
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রলীগ যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে অবশ্যই তাদের শাস্তি পেতে হবে।
একই সঙ্গে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আন্দোলনরত মধ্যে ‘যারা গেট ভেঙে ভিসি অফিসে ঢুকেছে, তাদেরও শাস্তি হওয়া উচিত’ বলে মন্তব্য করেন তিনি।
বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ছাত্রী নিপীড়নে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারসহ চার দফা দাবিতে মঙ্গলবার দুপুরে ঢাবির প্রশাসনিক ভবন ঘেরাও করে একদল শিক্ষার্থী। অন্তত তিনটি ফটক ভেঙে তারা অবস্থান নেন ভিসি মো. আখতারুজ্জামানের দরজার সামনের করিডোরে। একপর্যায়ে সেখান অবস্থানরত শিক্ষার্থীদের পিটিয়ে ভিসিকে ‘উদ্ধার’ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হন।
এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘কেউ জোর করে উপাচার্যের কার্যালয়ে ঢুকলে সাধারণ ছাত্রদের কি কোনো দায়িত্ব নেই? তারা ছাত্রলীগ করে, কিন্তু এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।’
এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি দিক দেখলেন, আরেকটি দিক দেখলেন না? এই যে আরেকটা দিক হলো—উপাচার্যের কার্যালয়ের ফটক ভেঙে ঢোকার কি কোনো নিয়ম আছে? এটা কি কোনো গণতান্ত্রিক পন্থা? এটা কি আন্দোলনের অংশ?
সেতুমন্ত্রী আরও বলেন, ‘ছাত্রলীগের এখানে অংশগ্রহণ কী? উপাচার্য বলেছেন, ছাত্রলীগের ছেলেমেয়েরা যদি এসে উদ্ধার না করত, তাহলে তার জীবনের ওপর হামলার আশঙ্কা ছিল।’
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকারের বৈঠকের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে বসে সংসদে আলাপ-আলোচনা করবেন, এটাও কি মিডিয়াকে জানতে হবে? সংসদের কার্যপ্রণালি নিয়ে কথা বলতে হয়, বলেছেন।
এটাকে আপনারা বলছেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বসেছেন।এটা কি আপনারা হাওয়া থেকে বলছেন? এ ধরনের কিছু আমার জানা নেই। আমি জানি না।এটা যখন হওয়ার, তখন হবে। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে, এটা স্বাভাবিক ঘটনা।’