ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে চট্টগ্রামের সম্মেলন পণ্ড

এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় হাতাহাতি-মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর রাত পোহাতেই আবারো ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে প- হয়ে গেল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন। এ সংঘর্ষেও একই কায়দায় মারামারি-হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায় ছাত্রলীগের বিবদমান নেতাকর্মীরা। তবে আজ মঙ্গলবার দুপুর নাগাদ সম্মেলনস্থল ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শোনা যায় গুলির শব্দও।
তবে ছাত্রলীগের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গুলি ছুড়েছে পুলিশ। আর ককটেল বিষ্ফারণ ঘটিয়েছে জামায়াত শিবিরের লোকেরা।