ফেসবুকে আমার কোন আইডি নেই – মির্জা ফখরুল

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নামে কোনও অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি কোনও ফেসবুক আইডি খুলিনি। আমার নামে কিছু অসাধু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মন্তব্য ও প্রচারণায় লিপ্ত রয়েছে।রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন থেকে লক্ষ করছি, আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করা হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার নামে আমি কোনও ফেসবুক আইডি খুলিনি। সুতরাং ফেসবুকে আমার নামে কেউ অ্যাকাউন্ট খুলে কোনও ধরনের মতামত দিলে তার সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতা নেই। এর কোনও দায়-দায়িত্ব আমার নেই।’তার নামে ভুয়া ফেসবুক…

আপনার মতামত লিখুন :