দলীয় অাইনজীবিদের উপর অাস্থা নেই :নিয়োগ দিচ্ছে ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ সব মামলায় দেশি আইনজীবীদের সহায়তা করতে লন্ডনের এক আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে এখন কারাগারে আছেন খালেদা জিয়া। এই মামলায় গতকাল সোমবার তাঁর জামিন স্থগিত করে আদেশ দেন আপিল বিভাগ। এতে আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না। এ ছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও হাজিরা পরোয়ানা জারি করেছেন দেশের কয়েকটি আদালত। মুক্তির জন্য এসব মামলায়ও তাঁকে জামিন নিতে বা পেতে হবে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই ব্রিটিশ আইনজীবীর নাম লর্ড কার্লাইল। তিনি লন্ডনে অবস্থান করে খালেদা জিয়ার আইনজীবীদের সহযোগিতা করবেন। তবে প্রয়োজন হলে তিনি বাংলাদেশেও আসবেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলায় আইনি লড়াইয়ে এখানকার যে আইনজীবী প্যানেল রয়েছে, তাদের সহযোগিতা ও পরামর্শের জন্য লর্ড কার্লাইলকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, ‘লর্ড কার্লাইল একজন প্রখ্যাত ব্যারিস্টার। তিনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। এখন থেকে তিনি সহযোগিতা প্রদান করবেন, পরামর্শ দেবেন। তাঁর পক্ষে যতটুকু সম্ভব, সেটা তিনি করবেন।’
বাংলাদেশে খালেদা জিয়ার যে আইনজীবীরা আছেন, তাঁরা কি পর্যাপ্ত নন—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা ঠিক নয়। এটাকে আরও সমৃদ্ধ করার জন্য, আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।’