খালেদার জিয়ার সাজা বাড়াতে হাইকোর্টে দুর্নীতি দমন কমিশনের আপিল

আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা বাড়াতে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পরে দুদকের আইনজীবী সাংবাদিকদের জানান, বিচারিক আদালত খালেদা জিয়াকে অপর্যাপ্ত সাজা দেওয়ায় এ আবেদন করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছর এবং তার বড় ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন।
পরে গত ১২ মার্চ এ মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। ১৩ মার্চ ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে দুদক ও রাষ্ট্রপক্ষ আবেদন করে।
এর পর গত ১৪ মার্চ আপিল বিভাগ দুদকের বক্তব্য শুনেই জামিন আদেশ রোববার পর্যন্ত স্থগিতের আদেশ দেন। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদককে সিপি (লিভ টু আপিল) দায়ের করতে বলেন। সে অনুযায়ী ১৫ মার্চ দুদক ও রাষ্ট্র সিপি দায়ের করে।
এ ছাড়া ১৪ মার্চ আদেশের পর পরই খালেদা জিয়ার আইনজীবীরা আপিল বিভাগের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে একটি আবেদন জানান। পরে সেদিন চেম্বার বিচারপতি এ আবেদনও রাষ্ট্রপক্ষ ও দুদকের করা সিপির সঙ্গে রোববার শুনানির দিন ধার্য করেন। সব আবেদনের ওপর রোববার শুনানি গ্রহণ শেষে আপিল বিভাগ সোমবার আদেশের জন্য ধার্য করেন।
সে অনুযায়ী ১৯ মার্চ আপিল বিভাগের চার বিচারপতি এজলাসে বসেন। অন্য এক মামলায় আদেশ প্রদান শেষে কার্যতালিকার (কজ লিস্ট) ২ ও ৩ নম্বর ক্রমিকে থাকা এ মামলার আদেশ দেন আপিল বিভাগ।