ফেনীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু
মেজর সালাহ উদ্দিন হাই স্কুলে উদ্বোধনী অনুষ্ঠান

ফেনী পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) মেজর সালাহ উদ্দিন হাই স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির উদ্দীন শিমুল। সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক ভি.পি. জাহিদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম এবং শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রুমেল। এছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে এবং আগামী আন্দোলনে বিএনপিকে আরও সুসংগঠিত করবে।