কোন মুসলমান জঙ্গী হতে পারে না

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪৩ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>>

কোন মুসলমান জঙ্গী হতে পারেনা, জঙ্গিরা বির্ধমীদের এজেন্ট -মাও,সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী শহর প্রতিনিধি চট্রগ্রাম মাইজভান্ডার দরবার শরীফের পীর সাহেব শাহসুফী মাও,সৈয়দ সাইফুদ্দিন আল হাসানী মাইজভান্ডারী বলেছেন, কোন মুসলমান জঙ্গী হতে পারেনা, জঙ্গিরা বির্ধমীদের এজেন্ট।

 

বির্ধমীদের অর্থায়নে কিছু বিপদগামী কোল লোক জঙ্গীবাদে যোগ দিয়ে শান্তির ধর্ম ইসলামকে বিতর্কিত করছে। শান্তি ও কল্যানের ধর্ম ইসলামে জঙ্গীবাদের জায়গা নেই। এ ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকবে। তিনি সোমবার রাতে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা আন্জুমানে মইনিয়া মাইজভান্ডারিয়া আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে এক শান্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

 

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ফেনী জেলা সভাপতি আল্লামা এম এ মনসুর মোল্লার সভাপতিত্বে মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাধারন সম্পাদক,দৈনিক দুর্বার ও সাপ্তাহিক পারিজাতের সম্পাদক শেখ ফরিদ উদ্দিন।মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্জুমানে মইনিয়া মাইজভান্ডারিয়ার কেন্দ্রীয় সাধারন সম্পাদক আলমগীর খান মাইজভান্ডারী,পীরজাদা মাওলানা বাকী বিল্লাহ আল আজহারী।মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহ সভাপতি মাওলানা মহি উদ্দিন,পীরজাদা শেখ সাবেরুল হক চিশতী,মাওলানা হুমায়ুন কবির নোমানী,নুরুল ইসলাম জেহাদী, গাউছিয়া কমিটির জেলা সাধারন সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম, জেলা আন্জুমানে মইনিয়া মাইজভান্ডারিয়া সভাপতি মাওলানা মুজিবুল হক কামিল, জেলা আশেকানে আউলিয়া পরিষদের সাধারন সম্পাদক মাওলানা সৈয়দ রেজাউল করিম সোহেল, জেলা ইসলামিক ফ্রন্টের সাধারন সম্পাদক মাওলানা জাকের হোসাইন চৌধুরী, মাওলানা ফরিদ উদ্দিন জেহাদী,মাওলানা আবদুল হাই আল হাসানী,মাওলানা আবদুল্লাহ মোস্তফা আল মুজিব,ইসলামী ছাত্রসেনার সভাপতি মাওলানা ফয়েজ উল্যাহ আল কাদেরী,সাবেক সভাপতি মাও,আবদুল্লাহ মোস্তফা আল মুজিব,সুফী আবুল বসর চিশতী,আবদুল মোতালেব ভূইয়া,নুর নবী ও মাওলানা হামিদুল হক প্রমুখ।

আপনার মতামত লিখুন :