বরিশালে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১৮ এএম, ২৫ জানুয়ারি ২০১৮

শহর প্রতিনিধিঃ>>>>

বৃহস্পতিবার থেকে বরিশালে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা। ইতিমধ্যে ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৩দিনব্যাপী ইজতেমার নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার ফজরের নামাজের পর তাবলীগ জামায়াতের ভোলা জেলা আমীর মাওলানা তৈয়বুর রহমান আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ইজতেমার শুভ সূচনা করেন। আগামী ২৭ জানুয়ারি জোহরের নামাজের আগে আখোরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

নগরীর নবগ্রাম রোড সংলগ্ন সরদারপাড়া এলাকায় ১৪ একর জমিতে ইজতেমার আয়োজন করা হয়েছে। একসাথে আড়াই লাখ মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া সোয়া লাখ লোক একসাথে বয়ান শুনতে পারবেন। ৩৬ হাজার লোকের ঘুমের জায়গা রয়েছে ইজতেমা মাঠে। মুসল্লিদের জন্য ৮’শ টয়লেট, ওজুর জন্য ৫শ’ টেপ কল ও ৪টি পুকুরে অস্থায়ী ঘাটলা নির্মাণ এবং ১৪ টি টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। রাতে আলোর জন্য স্থাপন করা হয়েছে ১৬শ’ বৈদ্যুতিক লাইট।

আজ মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) গোলাম রউফ খান ইজতেমা মাঠ পরিদর্শন করেন। এ সময় ইজতেমা মাঠের আইন শৃংখলা রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন :