পিকআপ চাপায় স্বামী নিহত, স্ত্রী আহত

মৌলভীবাজার প্রতিনিধি :>>>
কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ-আদমপুর সড়কে পিকআপ গাড়ি চাপায় নুরুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত ও নিহতের স্ত্রী সালমা বেগম (৩১) গুরুত্বও আহত হয়েছেন। আহত গৃহবধু সালমা বেগমকে কমলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার কমলগঞ্জ-আদমপুর সড়কের তিলকপুর মাটিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কালাছড়া গ্রামের নুরুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে আদমপুর যাচ্ছিলেন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে কমলগঞ্জ-আদমপুর সড়কের মাটিয়া মসজিদ নামক এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ (ঢাকা মেট্রো ট ১১-৪১৬০) মোটরসাকেল আরোহীদের চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক পিকআপসহ চালক আকল মিয়াকে আটক করেছে। কমলগঞ্জ থানার ওসি মোক্তাদির বিষয়টি নিশ্চিত করেছেন।।