সোনাগাজী ভোর বাজার হাজী বাড়ীতে অগ্নিকান্ড

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>

রোববার সকাল ৮:০০টার সময় সোনাগাজী ভোর বাজার, নাজির পুরে হাজী বাড়ীতে অগ্নিকান্ড। নগদ অর্থ, অলংকার ও সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে।

নাজির পুরে হাজী বাড়ীতে গ্যাস সিলিন্ডার থেকে কবির আহমদ টিনশেডর একটি বাড়িতে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয় এবং সোনাগাজী ফায়ারসার্ভিসে খবর দেয়।  খবর পেয়ে ফায়ারসার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিগেজ থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

উক্ত ঘরটি ফেনীস্হ গুলশান মার্কেটের ব্যবসায়ী, আনন্দ ফ্যাশনের মালিক, কবির আহমদ সাহেবের।

বাড়ির মালিক কবির আহমদ জানান, অগ্নিকান্ডের ঘটনায় আমার বাড়ির ২০টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। প্রায় ৫০, ০০,০০০ টাকার সম পরিমান নগদ অর্থ, অলংকার ও সম্পদ পুড়ে ছাই।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসতবাড়ি পরিদর্শন করেছেন, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন নাজিরপুরের মেম্বার আরিফুল ইসলাম ।

আপনার মতামত লিখুন :