বর্ণাঢ্য আয়োজনে আলোকিত র্বাতা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি:>>>
বর্ণাঢ্য আয়োজনে আলোকিত বার্তা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় বাংলা মটর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভিআইপি লাউঞ্জে গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়।
আলোকিত বার্তা’র নির্বাহী সম্পাদক ও আলোকিত বার্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট আশ্রাফুল আলম চৌধুরী হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক শামসুল হুদা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আলোকিত বার্তা টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক এম শরীফ ভূঁঞা। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন শহীদ হোসেন সহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডাঃ হুমায়ন কবির বুলবুল।
আলোকিত বার্তা পাঠক ফোরামের নারী বিষয়ক সম্পাদক চাঁদনী হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ও ল’ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র প্রেসিডেন্ট কাজী ওয়ালী উদ্দিন ফয়সাল, বিটিভি’র উপস্থাপক ও কলামিষ্ট সাজ্জাদ কাদির চৌধুরী, ব্যারিস্টার হানিফ মাহমুদ ফয়সাল, এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আতিক উল্যাহ মজুমদার (বাপ্পি), সুপ্রীম কোর্টের এড. আবদুল গাফফার, ঢাকা জজ কোর্টের এড. আবদুল্যাহ আল মামুন রাশেদ, এড. এস এম খাজা সুজন, চ্যানেল আই কর্মকর্তা জিয়াউল সুমন, দৈনিক ডিজিটাল সময় সম্পাদক খালেদ সাইফুল্যাহ, স্বপ্নীল সংগঠনের চেয়ারম্যান ব্যাংকার মঞ্জুরুল আলম টিপু, দৈনিক প্রথম আলো’র কলামিষ্ট শেখ মোঃ ওসমান গণি, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট জিয়া খোন্দকার, টেলিটক এর ম্যানেজার (সেলস্) ফারুক আহমেদ পাটোয়ারী, সৌদি আরব আলোকিত বার্তা পাঠক ফোরামের উপদেষ্টা নুরুল আনোয়ার, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জেনারেল ম্যানেজার নুরুল আবছার চৌধুরী মামুন, হিসাব রক্ষণ কর্মকর্তা জয়নাল আবদিন, আলোকিত বার্তা পাঠক ফোরাম ঢাকা বিভাগের সভাপতি আবদুল্যাহ আল মিজান, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ছাগলানাইয়া শাখার সভাপতি এবিএম ওয়াজি উল্যাহ বাশার, বিচিত্র খবর ডট কম এর প্রধান সম্পাদক মাছুম বিল্লাহ ভূইঁয়া প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে অতিথিবৃন্দ কেক কেটে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।