ফেনীর ফুলগাজী মুুন্সীরহাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠান ও আলোচনা সভা

শাখাওয়াত হোসেন, ফুলগাজী (ফেনী) প্রতিনিধি:>>>
ফেনীর ফুলগাজী উপজেলায় ১৯০৬ সালে প্রতিষ্টিত ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ মুুন্সীরহাট আলী আজ্জম স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়।
বর্নাঢ্য এ অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন পালন করা হয়। কলেজের অধ্যক্ষ মোঃ শাহ্ আলমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গৌরী শংকর দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবের সাবেক মহাসচিব, ঢাকাস্হ ফেনী সমিতির সাঃ সম্পাদক,ফেনী জেলা আ-লীগের সদস্য ও অত্র কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব শেখ আবদুল্লাহ।
মুুন্সীরহাট আলী আজ্জম স্কুল এন্ড কলেজের ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশের বিশাল প্রাঙ্গণে বেলা ১১ টায় শত শত ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বর্নাঢ্য এ কর্মসুচীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ আবদুল্লাহ বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন “সোনার বাংলা” গড়তে সুশিক্ষা অর্জনের পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সহায়তার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ-লীগের সাঃ সম্পাদক আবদুল আলীম মজুুমদার।
বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানে ফুলগাজীর সাংবাদিক ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারপুর ইউ,পি’র চেয়ারম্যান ও ফেনী জেলা আ-লীগের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন মজুুমদার, আনন্দপুর ইউ,পি’র চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আ-লীগের সাংগঠনিক সম্পাদক হারুন মজুুমদার,মুুন্সীরহাট ইউ,পি’র চেয়ারম্যান ভিপি নুরুল আমিন, জিএমহাট ইউ,পি’র চেয়ারম্যান মুজিবুল হক,আমজাদ হাট ইউ,পি’র চেয়ারম্যান মীর হোসেন মীরু,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম,ফুলগাজী উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক একরাম পাটোয়ারী,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক ভুঞাঁ রাশেদ, বিদ্যালয় পরিচলনা কমিটির সদস্য আবদুল মোমিন প্রমুখ।