লামিয়া ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

ফেনী শহর প্রতিনিধি:>>>
ফেনীর স্বনামধন্য বিদ্যাপীঠ আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসা থেকে ২০১৭ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তাওহীদা রহমান লামিয়া।
লামিয়া ফেনী সমাচারের নির্বাহী সম্পাদক আমজাদুর রহমান রুবেল ও রাজিয়া রহমান কলির জৈষ্ঠ কন্যা।
লামিয়া বড় হয়ে বিসিএস কর্মকর্তা হতে চায়। তার বাবা-মা শিক্ষক ও পাড়া প্রতিবেশী এবং আত্মীয়স্বজনের কাছে দোয়া প্রার্থী।