ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক নিহত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪৪ পিএম, ০৮ এপ্রিল ২০১৮

ফেনী ডেস্কঃ>>> 
ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (৩২) যুবক নিহত হয়েছে। সকালে শহরের ফতেহপুর এলাকায় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ফেনী রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীম জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফতেহপুর এলাকায় শুক্রবার রাতে কোন একটি ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক (৩২) নিহত হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ আরো জানায়, নিহতরে পরনে কফি কালারের পেন্ট ও লাল গেঞ্জি ছিলো। ট্রেনে কাটা পড়ায় তার শরীর থেমে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এঘটনায় লাকসাম জিআরপি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন :