মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দিলেন ইউপি চেয়ারম্যান খোকন

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩৯ পিএম, ০৬ মে ২০১৮

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:>>>
মহান স্বাধীনতা অর্জনে বগাদানা ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান ছিল। তাই তাদের সম্মানে হোল্ডিং ট্যাক্স মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বগাদানা ইউনিয়ন চেয়ারম্যান ইসহাক খোকন। রবিবার মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানান।

 

 

ইসহাক খোকন মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, স্বাধীনতার সময় আপনারা যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলেন, এখন নতুন করে দেশের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে হবে৷ আপনাদের প্রত্যেককে চেয়ারম্যানের ভূমিকা পালন করতে হবে৷ তা হলে একটি মডেল ইউনিয়ন করা যাবে।

 

 

এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ইউপি মেম্বার ইছহাক দুলাল, বেলাল হোসেন, বেলায়েত, মহি উদ্দিন, সাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বেলায়েত হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার লকিয়ত উল্যাহ, মুক্তিযোদ্ধা শেকান্তর, মুক্তিযোদ্ধা সফি উল্যাহ প্রমুখ।

 

 

ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার লকিয়ত জানান, চেয়ারম্যান খোকন মুক্তিযোদ্ধাদের বীরত্বের প্রতি সম্মান ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ হোল্ডিং ট্যাক্সের মওকুফের ঘোষণা দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করায় আমরা ও বর্তমান প্রজন্ম গৌরবান্বিত হল।’

আপনার মতামত লিখুন :