নয় জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মাদক ব্যবসায়ী নিহত

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪৭ পিএম, ২২ মে ২০১৮

অনলাইন ডেস্ক:>>>

সারাদেশে মাদকবিরোধী অভিযান চলাকালে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত পুলিশ ও র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নয় জেলায় ১১ ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লার অরণ্যপুরে দুই জন, নীলফামারিতে দুই জন এবং নেত্রকোনা, নারায়ণগঞ্জ, ফেনীর লেমুয়া, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, দিনাজপুর, চট্টগ্রামের বায়েজিদে একজন করে মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

 

নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চার পুলিশ সদস্য। সোমবার মধ্যরাতে সৈয়দপুর শহরের গোলাহাট বধ্যভুমি এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকার শাহিন (৩০) ও নিচু কলোনী এলাকার জনী (২০)। এছাড়া আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই ওয়াদুদ হোসেন, কনস্টেবল মোকাররম হোসেন, রাশেদুল ইসলাম ও আমিনুজ্জামান।

সৈয়দপুর ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন জানান, আহতদের মধ্যে মোকাররম হোসেন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বাঁকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গেছেন। নিহতদের মৃতদেহ সৈয়দপুর ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তিনি।

মাদক ব্যবসায়ী জনি ও শাহিনকে আটক করে থানায় নিয়ে আসা হলে জিজ্ঞাসাবাদে তারা জসিয়ার ও নুর বাবু মাদকের বড় চালান বধ্যভূমি এলাকায় লুকিয়ে রয়েছে বলে জানায়। রাতে তাদের নিয়ে ঘটনাস্থলে অভিযানে গেলে পুলিশের উপস্থিতিতে টের পেয়ে সেখানে অবস্থানরত মাদক ব্যবসায়ীরা ককটেল ছুঁড়তে থাকে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় জনি ও শাহিনকে গ্রামবাসীর সহযোগীতায় উদ্বার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল একটি মোটরসাইল ও ১’শ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। পলাতকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান অশোক কুমার পাল।

 

কুমিল্লা : কুমিল্লা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফ ও পিয়ার নামে তালিকাভুক্ত শীর্ষ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলা সদরের অদূরে বিবির বাজার অরণ্যপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের আটক করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলিসহ একটি রিভলবার, একটি পাজেরো জিপ, ৫০ কেজি গাঁজা এবং ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। অভিযানকালে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) রুপ কুমারসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে মধ্যে মো. শরীফ জেলার সদর দক্ষিণ উপজেলার মহেষপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে। অপর নিহত পিয়ার আলী আদর্শ সদর উপজেলার শুভপুর গ্রামের আলী মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ১৩টি মাদকের মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনের কাছে গুলিতে কামরুজ্জামান সাধু (৪৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি নিহত হয়েছে। ওই সময় পুলিশের চার সদস্য আহত হয়েছে। নিহত কামরুজ্জামান সাধু উপজেলার হারদি গ্রামের এমদাদুল হকের ছেলে। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুতফুল কবির জানান, ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে।

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন ডেবারপাড় এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শুক্কুর আলী (৪৫) নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা গুলি শুরু করে। পরে র‌্যাবও পাল্টা গুলি করলে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে আহত অবস্থায় শুক্কুর আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে র‌্যাব প্রায় ১০ হাজার পিস ইয়াবা, একটি ওয়ানশ্যুটার গান, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

 

নারায়ণগঞ্জ : জেলার আড়াইহাজার উপজেলায় শিমুলতলী এলাকায় র‌্যাব-১ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু খান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ও বিদেশি অস্ত্র। মঙ্গলবার সকালে উপজেলার শিমুলতলী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান রাজধানী ঢাকার উত্তরার উত্তরখান এলাকার আশরাফ খানের ছেলে। এসময় মাদক ব্যবসার কাজে তাদের ব্যবহৃত একটি জিপ গাড়িও উদ্ধার করা হয়।

 

নেত্রকোনা : নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের বড়য়ারী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমজাদ হোসেন (৩২) নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে। নেত্রকোনা মডেল থানার ওসি বোরহান উদ্দিন বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে সদর উপজেলার বড়য়ারী এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় আমজাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালালে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। এতে আমজাদ হোসেন নিহত হয়। ওই ঘটনায় তিনিসহ এসআই মহসিন, মামুন, মকবুল ও কনস্টেবল মালেক আহত হন। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া : জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ ধন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-১০ অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মঙ্গলবার ভোর রাতে উপজেলার সোনারামপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় নারায়ণগঞ্জ থেকে মাদকের চালান সেখানে পৌঁছে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করে। র‍্যাবও পাল্টা গুলি করে। এ সময় বন্দুকযুদ্ধে ধন মিয়া নিহত হন। তার কাছ থেকে ১১ হাজার ৭০০ পিস ইয়াবা, নগদ ৪৮ হাজার ৭০০ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করে পিস্তল উদ্ধার করা হয়। তার স্ত্রী আরজিনা বেগমকেও আটক করা হয়েছে। ধন মিয়ার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

ফেনী : মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের একটি অভিযানিক দলের গুলি বিনিময়ের ঘটনায় মঞ্জুরুল আলম মঞ্জু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

ফেনী র‌্যাব-৭ অফিস সূত্র জানায়, র‌্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র বিপুল পরিমান মাদক নিয়ে চট্টগ্রাম হতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ফেনী সদর উপজেলার নিয়াজপুরস্থ জেনিথ পেট্রোল পাম্পের বিপরীত পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের উপর একটি চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দিলে মাদক ব্যবসায়ীরা গাড়িটি না থামিয়ে র‌্যাবকে লক্ষ্য করে এলোপাথারিভাবে গুলি বর্ষন করে। আত্মরক্ষা ও সরকারী জানমাল রক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি বর্ষণ করে এবং মাইক্রোবাসটিকে ধাওয়া করতে থাকে। গুলি বিনিময়ের এক পর্যায়ে র‌্যাব সদস্যরা ফেনী সদর উপজেলার লেমুয়া ব্রিজের পার্শ্বে নিয়াজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় দুইজন র‌্যাব সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। নিহত ব্যক্তি, উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি এবং ৫ রাউন্ড খালি খোসা উদ্ধার করে। নিহত ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী, ইয়াবার গডফাদার, শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মঞ্জুরুল আলম ওরফে মঞ্জু সওদাগর ওরফে কানা মঞ্জু (৪৯)। নিহত মঞ্জু চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার রূপকানিয়া গ্রামের মৃত হাজী আব্দুল করিমের ছেলে। বর্তমান ঠিকানা চট্টগ্রামের কোতয়ালী থানার রিয়াজ উদ্দিন বাজার ফলের গলি। তার বিরুদ্ধে নারায়নগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ অসংখ্য মামলা রয়েছে।

র‌্যাব-৭ ফেনী কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম পিপিএম জানান, মাদক ব্যবসায়ী ও ইয়াবার গডফাদার মঞ্জুরুল আলম মঞ্জুর কাছ থেকে ১০ হাজার ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৫ টি খালি খোসা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ অসংখ্য মামলা নারায়নগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন থানায় রয়েছে। তাকে ২০১৫ সালের সেপ্টেম্বর এ ৫ লাখ পিস ইয়াবাসহ মঞ্জু র‌্যাবের কাছে গ্রেফতার করা হয়েছিল। সে ‘স্বরাষ্ট্রমন্ত্রণালয়’ ও ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে’র তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। মঞ্জুরুল আলম মঞ্জু ২০১২ সালে র‌্যাব-৭ চট্টগ্রাম ২০১৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ২০১৫ সালে র‌্যাব-২ কর্তৃক ৫ লাখ ২৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

দিনাজপুর : বিরামপুর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে প্রবল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। সোমবার রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। বিরামপুর থানার ওসি আব্দুস সবুর দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, পাঁচটি ককটেল ও ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

চলতি মাসের ৪ মে থেকে চলা মাদকবিরোধী অভিযানে সোমবার সকাল পর্যন্ত ২৮ জন মারা গেছে। এর মধ্যে গত রোববার চারজন এবং সোমবার নয়জনসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া গত ১৫ মে দুই জন, ১৭ মে তিনজন, ১৮ মে একজন, ১৯ মে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার আরো ১১ জন নিহতের খবর পাওয়া গেছে।

 

আপনার মতামত লিখুন :