পদ্মা সেতুর কাজ ২০১৮ তে শেষ হচ্ছে না

স্টাফ রিপোটার: >>>
পদ্মা সেতু প্রকল্প মূল সেতু কাজ করছেন চীন মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং নির্মাণ কোম্পানি। মূল সেতুর কাজ শুরু হয় ২০১৪ নভেম্বর এবং পদ্মা সেতু প্রকল্পের ওয়েবসাইটে দেওয়া তথ্যাবলী, ২০১৮ নভেম্বর এই সেতুর সমস্ত কাজ শেষ হওয়ার কথা। কিন্তু সিডিউল অনুযায়ী এই কাজ শেষ হচ্ছে না। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মো। আব্দুল কাদের
ইতিমধ্যে সেতুর চারটি স্প্যান (সুপার স্ট্রাকচার) পিলারের উপরে বসানো আছে। ২০১৭ ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮নম্বর পিলার বসানো হয় প্রথম স্প্যান। দ্বিতীয় স্প্যান ২০১৮ এর ২৮ জানুয়ারী, তৃতীয় স্প্যান ১১ মার্চ এবং সর্বশেষ চতুর্থ স্প্যান স্থাপন হয় ১৩ মে। দেখা যাচ্ছে, প্রথম স্প্যান বসার প্রায় চার মাস পরে দ্বিতীয় স্প্যান বস। দ্বিতীয় স্প্যান স্থাপন প্রায় একমাস পর তৃতীয় স্প্যান এবং তৃতীয় স্প্যান বসানো দুই মাস পরে বসা চতুর্থ স্প্যান
সেতু সংশ্লিষ্ট প্রকৌশলী সূত্রে জানা যায়, পঞ্চম স্প্যান আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম সপ্তাহে বসানো হবে। এই গতিতে কাজ চলছে আগামী নভেম্বরে কোনও ভাবেই সেতুর কাজ সম্পূর্ণ হবে না কারণ, আরও 37 টি স্প্যান স্থাপন কাজ এখনো বাকি আছে
তবে কাজ শেষ করার জন্য অতিরিক্ত সময় চেয়ে এখনো কোনও লিখিত আবেদন করা হয় ঠিকাদার প্রতিষ্ঠান বলেছে সেতু প্রকল্প নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মো। আব্দুল কাদের
তিনি বলেন, ‘পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। তবে ২০১৮ নভেম্বর কাজ শেষ হবে না সময় বর্ধী-নও ডাউট। ‘
ঠিক কতদিন সময় লাগবে তা এখনই বলা সম্ভব নয় বলে জানান তিনি।
দিওয়ান মো। আব্দুল কাদের আরও বলেন, ‘নদী মোট ৪০ টি পিলার বসবে। এর মধ্যে ২0 টি পিলারের সব পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। ‘
এদিকে, পদ্মা সেতুর ১১ টি পিলারের নকশার কাজ এখনও বাকি আছে। সেতুর কাজ এগিয়ে নিতে এটি কোন বাধা না বলে দাবি এই অফিসার
তিনি বলেন, ‘মোট ১৪ টি পিলারের নকশার কাজ চূড়ান্ত করা বাকি আছে। এর মধ্যে তিনটি পিলারের নকশার কাজ ফাইনাল করা হয়েছে। এগুলি ঠিকাদার প্রতিষ্ঠান সরবরাহ করা হয়েছে বাকি ১১ টি পিলারের নকশার কাজ আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ফাইনাল হবে বলে আশা করছি। ‘
উল্লেখ্য, প্রায় ২8 হাজার ৭৯৩ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ এ বছরের মধ্যে শেষ হওয়ার আশা করা হচ্ছে সরকার। চতুর্থ স্প্যানি বসানো পরে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য পদ্মা সেতুর ৬০০ মিটার দৃশ্যমান হয়েছে।