টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪২ এএম, ০৬ জুন ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধিঃ>>>

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- দিনাজপুর সদরের শমসের আলীর ছেলে জীবন (২৫), আমিনুল মিয়ার ছেলে মামুন (২৭), রবি দাসের ছেলে কৃষ্ণ (২৮) ও একই উপজেলার মুন্না (২৮)।

 

বঙ্গকন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও কৃষ্ণ নামের একজন আহত হন।

তাৎক্ষণিক গুরুতর আহত কৃষ্ণকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :