মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধিঃ>>>
নিখোঁজের চারদিন পর মানিক মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোর সাড়ে চারটার দিকে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর কালিবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ সময় মানিক মিয়ার পকেটে ৪৯ পিস ইয়াবা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি রামদা, দুটি চাপাতি ও গুলির খোসা উদ্ধার করেছে। মানিক মিয়ার বাড়ি উপজেলার চরমছলন্দ জিরাতি পাড়া গ্রামে। তার পিতার নাম জগত মিয়া।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে সেহরির সময় তারা গুলির শব্দ শুনতে পান। ভোরে লাশটি দেখতে পেয়ে তারা থানায় খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
মানিক মিয়ার পরিবারের দাবি, গত রবিবার নিখোঁজ হন মানিক মিয়া। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
গফরগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মানিক মিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা আছে।