সোনাগাজী কেন্দ্রীয় ঈদগাহে অব্যাবস্থাপনা, মুসুল্লিদের দুর্ভোগ || ক্ষমা চেয়েছেন মেয়র

ফেনী প্রতিনিধি:>>>
বৈরি আবহাওয়ার মধ্যে নুন্যতম কোন ব্যাবস্থাপনা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে ফেনীর সোনাগাজী পৌরসভাস্থ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজে আগত মুসুল্লিদের। শনিবার সকাল ৬টা থেকেই টানা বর্ষনে মাঠে পানি জমে যাওয়ায় জামে মসজিদে দু’দফা ঈদের জামাত অনুৃষ্ঠিত হয়।
অপেক্ষমান মুসুল্লিদের তোপের মুখে ক্ষমা চেয়েছেন পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
মসজিদ কমিটির সাধারন সম্পাদক আবু তাহের ভুঞা জানান, দায়ীত্বে অবহেলা করেছে ঈদ গাহ কমিটি।
ব্যাবসায়ী আবুল কাশেম জানান, মসজিদ কমিটি ও ঈদগাহ কমিটি উদাসীনতার পরিচয় দিয়েছে। পবিত্র ঈদের দিনে নামাজ পড়তে এসে দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেকে বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করেছেন।