সোনাগাজীতে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২০ এএম, ২৫ জুন ২০১৮

নিজস্ব প্রতিনিধিঃ>>>
ফেনীর সোনাগাজীতে আছমা আক্তার শোভা (১৩) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের সেনরখিল গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, স্থানীয় মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী আছমা আক্তার শোভা বরিবার সন্ধ্যায় নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দদিকে বাড়ীর পার্শ্বের একটি পুকুরে শোভার লাশ সনাক্ত করে স্বজনরা।  পরে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন। নিহত শোভা ওই গ্রামের আনোয়ার হোসেনের বাড়ীর দুলাল মিয়ার মেয়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু বলেন, এ ধরণের একটি খবর তিনি পেয়েছেন। বিস্তারিত তথ্য এখনো তিনি পায়নি।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।

আপনার মতামত লিখুন :