সংযোগ আছে বিদ্যুৎ নেই

স্টাফ রিপোর্টার:>>>
বিদ্যুৎ ভোগন্তী নাকাল রাঙ্গামাটি বারাকল আপিলাবাসি। সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে কিন্তু বিদ্যুৎ নেই। প্রায় সময় বিদ্যুৎহীন হরিপুর উপজেলা সদর সপ্তাহে ৩-৪ দিন বিদ্যুৎ থাকে না যখন বিদ্যুৎ আছে তাও লো-ভলটেজেতে এছাড়াও আবার ঘনঘন লোডশেডিং বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও তা কেবল নামক।
এটি ছাড়া বিদ্যুৎ সরবরাহ না দিয়ে প্রতি মাসে দেওয়া হয় ভুয়া বিল ফলে বিদ্যুৎ লেনদেনের শেষ নেই বরকুল গ্রাহকদের তারা বিদ্যুৎ বিভাগের জন্য সমস্যা এবং সংকটের জন্য বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে বলা হয়েছে, অবিলম্বে দুর্নীতিবাজ এই কর্মকর্তা কর্মচারীদের অপসারণ সহ বরখাসেনা স্থাপন করা হয়েছে নির্বিচারে বিদ্যুৎ সরবরাহ দাবি। রোববার বিকেলে সদর উপজেলা সদর আয়োজনে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বোরকাল উপজেলা মাঠ থেকে মিছিলটি বের করে স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে বোরকল বাজার ঘুরে উপজেলা পরিষদ ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ হয়। বোরকাল বিদ্যুৎ গ্রাহক উন্নয়ন কমিটির সভাপতি আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা, সাধারণ সম্পাদক বিহারী চাকমা, বোরক বৌদ্ধ বিহারের সভাপতি মংহলচিং মারমা, উপজেলা হেডম্যান সমিতির সভাপতি নন্দ বিকাশ চাকমা ও শিক্ষক সমর বিকাশ চাকমা প্রমুখ।
এ সময় বৃষ্টি উপেক্ষা করে এলাকা অগণিত নারী-পুরুষ সমবেত হন। এদিকে অভিযোগ অস্বীকার করে, বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। এ বিষয়ে জানতে চাইলে কাপ্তাইয়ে কর্মরত বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী আবদুল মজীদ ও বিলাইছেরির লাইনম্যান ফয়েজে বলেন, বিকাশে টাকা নেয়ার অভিযোগ আনরন। অঞ্চল ভৌগলিক অবস্থান কারণে সংযোগ লাইন দূরবর্তী এবং যান্ত্রিক সমস্যা ফলে বরক নিয়মিত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয় না।
কাপ্তাই থেকে বিলাইছড়ি ৯০ কিলোমিটার, বিলাইছড়ি থেকে জৌরাছড়ি ৩০ কিলোমিটার এবং জুররাছড়ি থেকে বরকল ৩০ কিলোমিটার দূরে। এত দূরত্বে কোথো সাবস্টেশন নেই। ফলে সরবরাহ করা বিদ্যুতের ভল্টেজ লো ফরে যায়।
বরক্য কর্মরত লাইনম্যান বিনোদ বিহারী চাকমা বলেন, সেখানে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় কাপ্তাই থেকে এখানে তার কোন হাত নেই ততক্ষণ পর্যন্ত বরককে কোন কাজ না হ’ল যখন প্রয়োজন তখন বরকল যান তিনি