রক্তদাতাকে খুঁজতে মোবাইল অ্যাপস

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০৭ পিএম, ২৮ জুন ২০১৮

অনলাইন ডেস্ক:>>

রক্তদাতার সন্ধানের জন্য ‘ব্ল্যাড ম্যানেজার’ নামে একটি ডিজিটাল অ্যাপস চালু করেছে বাংলাদেশ ব্ল্যাড ডোনার্স ফোরাম। এই করেরক্র্যাঙ্ক বেগবান করতে সারা দেশে চালু হচ্ছে কল সেন্টার। ‘নিরাপদ হও, রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রান’ এই প্লাগন নিয়ে রক্ত ​​ফেরি করতে ২014 যাত্রা শুরু করে তরুণ স্বেচ্ছাসেবক এই সংগঠন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হাসান বলেন, কচুয়া বোনের সিজার অপারেশনস এ নেগেটিভ রক্ত ​​প্রয়োজন হয়। সেই রক্তের জন্য হন্যে হয়ে রক্তদাতা খোঁজে আমরা ব্ল্যাড ব্যাংক আর চিকিৎসাবিজ্ঞানে কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিকে ডাক্তার জানালেন, দ্রুত সিজার করতে হলে বড় ধরনের সমস্যা হতে পারে। এরপর ডীশেহর হয়ে সবাইকে ফোন করা শুরু করলাম। রক্তের প্রয়োজনীয়তা পোস্ট করা ফেসবুকেও তখন আমার বন্ধু মেহেদী এ ধরনের পরিচর্যা কাজ জড়িত থাকার কারণে মাত্র আধা ঘন্টার মধ্যে এক ব্যাগ এ নেটিভ রক্তদাতা খুঁজে পায়। তিনি আরও বলেন, ‘দ্রুত রক্তদাতার খুঁজে পাওয়া কিছুটা অদ্ভুত ছিল। সেদিন প্রতিশ্রুতি দিয়েছি, আজ থেকে রক্তের প্রয়োজন হলে মানুষকে সাম্যমতো সহযোগিতা করা হবে। তিনি অনুযায়ী কাজ করার জন্য বিভিন্ন জেলা স্বেচ্ছাসেবক আমার সম্পর্কে পরিচিত হয়। আমি চিন্তা করতে থাকবো কিভাবে সব ভলোলাইয়ার এবং রক্তদাতারা একটি প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে ভিতরে আসতে পারে। যাতে কোনও প্রান্তে খুব দ্রুত রক্তদাতার খুঁজে পাওয়া সম্ভব হয়। তারপর আমার মনে হয় যে একটি প্ল্যাটফর্ম করা উচিত যে থেকে এই সমস্যার সমাধান করা সম্ভব। বাংলাদেশ ব্ল্যাড ডোনার্স ফোরাম সক্রিয় টিম

কামরুল হাসান আরও বলেন, প্রথমবারের মতো ফেসবুকে সংগঠিত করা হয়েছে, সারা দেশের সংগঠকরা, বলছেন দেশটির প্রথম সারির স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন গুলোর সাথে। জানি, কে কিভাবে কাজ করছে বুঝতে পারলে বেশিরভাগ সংগঠন গুলো কাজ করছে নিজ জেলা বা উপজেলা ভিত্তিক। বাংলাদেশ ব্ল্যাড ডোনার্স ফোরাম কার্যক্রম।

অনলাইনের পাশাপাশি মাঠ পর্যায়েও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান জনসচেতনতামূলক কর্মসূচী তার এই মহৎ কার্যক্রম দেখে কিছু গুনি হঠা যুক্ত হবে তাদের সাথে কামরুল হাসান তাদের জানালেন রক্তদানকারীদের আরও উৎসাহিত করা সভানেত্রী অনুষ্ঠানের আয়োজনে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাই জাতীয় রক্তদাতা দিবস ২015 উপলক্ষে চট্রগ্রামে ২00 জন স্বেচ্ছায় রক্তদাতা এবং 30 টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধিত করে তারা

উক্ত প্রোগ্রামে রক্তদাতা এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। পরে ২016 সালে ২ বি বার্ষিকী উদযাপন 300 স্বেচ্ছায় রক্তদানকারী এবং 40 টি সংগঠনকে সংবর্ধিত করা হয়েছে। রক্তদাতা এবং স্বেচ্ছাসেবী সংগঠন ব্যাপক উৎসাহ দেখে তার স্বপ্ন জগতে প্রতিটি বিভাগের দেশগুলিতে পর্যায়ক্রমে রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধিত করা হয়। সে ধারাবাহিকতায় ২017 সালে জাতীয় রক্তদাতা উপলক্ষে ঢাকাতে 500 স্বেচ্ছায় রক্তদাতা ও 50 টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধিত করে উক্ত প্রোগ্রামে দেশের 54 জেলার রক্তদাতা ও স্বেচ্ছাসেবক অংগ্রহন করে। এরপর 3 য় বর্ষপূতি উপলক্ষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে 400 জন রক্তদাতা ও 50 টি স্বেচ্ছাসেবী সংগঠকে সংবর্ধিত করে.তিন বিভাগে রক্তদাতাদের নিয়ে এটি ছিলো দেশের সর্ববৃহৎ রক্তদাতা সংবর্ধনা অনুষ্ঠান।

এছাড়া সন্দ্বীপেও রক্তদানের পরে 350 জন স্বেচ্ছায় রক্তদাতারকে সংবর্ধিত করা হয়েছে। রক্তদানের জনসচেতনতা সৃষ্টিতে সংগঠনটি প্রান্তরে বীজ করা হয়েছে 50 হাজার লিফলেট এবং 6 হাজার ফস্তুন প্রতিদান প্রায় 30 ব্যাগ মত রক্তদাতা সংগ্রহ করে তারা।

শুধুমাত্র রক্তদান এবং রক্তদাতারা সচেতনতা বা রক্তদাতারা সম্মিলিত করা হয়েছে রোহিঙ্গাদের নির্মম হত্যার প্রতিবাদে চট্রগ্রাম, ঢাকা, সিলেটে মানববন্ধন করে সংগঠনটি, এছাড়াও রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ, দেশের প্রতিকূল অবস্থান বর্ন্যাতদের ত্রাণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শীত বস্ত্র বিতরণ, ঈদবস্ত্র বিতরণ, পরিস্কার পরিছন্ন কর্মসূচি, অসহায়দের আর্থিক সহায়তা প্রদান, বিভিন্ন জাতীয় দিবস উদযাপনসহ নানা ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচী সক্রিয় সংগঠনটি

বর্তমান তথ্য প্রযুক্তি যুগের সঙ্গে তাল মিলিয়ে রক্তদান কর্মসূচী আরও সহজ করার জন্য সম্প্রতি
‘ব্ল্যাড ম্যানেজার’ নামে একটি ডিজিটাল অ্যাপস চালু করেছে সংগঠনটি। যেখানে খুব সহজেই রক্তদাতার সন্ধান মিলবে অ্যাপসটি সারা দেশে স্থানীয় স্বেচ্ছাসেবক ছবিসহ বিস্তারিত তথ্য দেওয়া আছে। যাহা জেলায় জন্মাতে রক্তের প্রয়োজনীয়তা অ্যাপস এর মাধ্যমে রক্তপাতিতারা সেই জেলার স্বেচ্ছাসেবক যোগাযোগের মাধ্যমে রক্তের সন্ধান পাওয়া যায় ..

এছাড়াও সরাসরি অ্যাপস থেকে অনুসন্ধান করে যে কোনও গ্রুপের রক্তদাতা খুঁজে পেতে পারেন। অ্যাপস রক্তদাতার নিজের ছবিসহ নিবন্ধন করে সহজেই রক্তদান কর্মক্রমে অংশ গ্রহণ করা সম্ভব। অ্যাপসের বিশেষ সুবিধা হচ্ছে নিবন্ধিত রক্তদাতার 4 মাস পরপর রক্তদান সময় অটো গ্রিন সিগন্যাল কালারের মাধ্যমে মনে করা হবে তিনি রক্ত ​​দান করতে পারবেন। যাদের 4 মাস সময় নাই তাদের লাল রঙ সিগনালকে মনে রাখার জন্য তার এখনও রক্তদান করা 4 মাস না। অ্যাপস মাধ্যমে মেডিকেল টিম সাথে যোগাযোগ করুন বিনামূল্যে চিকিত্সা গ্রহণ করা যাবে। রক্তদানের সচেতনতা এবং উপকারিতা সম্পর্কে বিস্তৃত তথ্য এছাড়াও জানা যায়। রক্তদান কেন্দ্রে এ ধরনের অসাধারণ অ্যাপস বাংলাদেশ প্রথম।

বর্তমান প্রতিবন্ধকতা সম্পর্কে কামরুল হাসান জানালেন রক্তের প্রয়োজনীয়তা ফেসবুকের রোগীর তথ্য এবং ফোন নাম্বার সহ আমরা পোস্ট করা হয়েছে। পোস্ট থেকে খুব দ্রুত রক্তদাতার সাড়া পাওয়া যেত কিন্তু এখন একদল দালাল চক্র সেই ফেসবুক পোস্ট থেকে রোগীর নাম্বার নিয়ে রোগীর লোককে রক্ত ​​দিতে বলে এবং গাড়িভাড়া বাবদ বিকাশে টাকা চায়। টাকা পাওয়ার পরে ঐ লোকটি ফোন বন্ধ করে দেয়। পরে রোগী রক্তদাতার আশায় আশায় আশায় আরও মুশুয়াসুয় অবস্থায় পরে তাই পোস্টার আগে রোগী লোক অবশ্যই অবশ্যই রাখা হবে

আপনার মতামত লিখুন :