ফোম কারখানার গুদামে আগুন

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১৬ এএম, ০৩ জুলাই ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

গাজীপুরে বানজিং বাংলাদেশ লিমিটেড নামে একটি ফোম কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে সিটি করপোরেশনের বড়বাড়ি জয়বাংলা রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তারুজ্জামান জানান, আজ সকালে বড়বাড়ি এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড কারখানার ৫তলা ভবনের নিচ তলার গুদামে আগুন লাগে। মূহুর্তে আগুন ফ্লোরের চারপাশে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

 

আগুনে ফোম, ফোম তৈরির মালামাল পুড়ে গেছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :