বিপদসীমার ওপরে সুরমার পানি নিম্নাঞ্চল প্লাবিত

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৮ পিএম, ০৩ জুলাই ২০১৮

অনলাইন ডেস্ক:>>>

সুনামগঞ্জের ষোলঘার পয়েন্টে সুরমা নদী জল বিপদ সীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারত থেকে নেমে এসে পাহাড়ী ঢাল ও বৃষ্টিপাতের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস এ তথ্য জানিয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। কয়েক দিন ধরে বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢালে জেলার সুরমা, কুশিয়ারা, ধনু, যাদুকাট্টা, রণ, চলন্ত, বৌলাইই প্রধান প্রধান নদনদী জল বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়াও নদী তুষারপাতের কারণে হাওরেও পানি বাড়ছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত জল নিয়ন্ত্রণের ভিতরে আছে বন্যার আশঙ্কা রয়েছে

আপনার মতামত লিখুন :