ছেলের হাতে মা, ভাইসহ তিনজন খুন

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২২ পিএম, ০৪ জুলাই ২০১৮

জি এস ডেস্ক:>>>

পাবনার বেয়ারে মা, ছোট ভাই ও খালাকে জবাই করে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে বাড়ির উঠানে তাদের লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে যে বাড়িটি মাদকাসক্ত বড় ছেলে তুহিন

নিহতরা হলেন স্থানীয় মিত্রের স্ত্রী বুলি খাতুন (৪০) এবং তার ছেলে তুষার (১১) এবং আবু বকর এর স্ত্রী লিসমন (৪৫ )। ঘটনাবলী থেকে মিঠুর বড় ছেলে তুহিন পলাতক রয়েছে

 

বেরা উপজেলা নতুন ওয়ারেঙ্গা ইউনিয়ন সোনাপদ্মা গ্রামে নতুন চরাবতটলা এলাকায় হত্যাকাণ্ড ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময়ে এই হত্যাকান্ড ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হয়।

 

নতুন ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান হাজী আমজাদ হোসেন বলেন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলম খানকে তুহিনের স্ত্রী রুনা আক্তার বলেন, তার স্বামী এ হত্যাকান্ডের ঘটনায়।

চেয়ারম্যান বলেন, একের পক্ষে ৩ জনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা সম্ভব নয়। তিনি এই ধারণার পিছনে গভীর কোন রহস্য থাকতে পারে

বেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, পাবনা জেলা পুলিশ সুপার মো। জিহাদুল কবির (পিপিএম), বেড়া সার্কেল এএসপি মিয়া আশিস বিন হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে যে, মিঠুর বড় ছেলে মাদকাসক্ত তুহিন এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে জানা যায়। বেলা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার।

আপনার মতামত লিখুন :