রাজধানীতে বাসচাপায় দুই তরুণী নিহত

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩১ পিএম, ০১ জানুয়ারি ২০১৯

স্টাফ রির্পোটারঃ>>>

রাজধানীর মালিবাগের আবুল হোটেলের সামনে যাত্রীবাহী বাসচাপায় নাহিদ পারভিন ও মিম নামে দুই তরুণী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে মালিবাগের আবুল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তারা দুইজনই একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে মালিবাগের চৌধুরীপাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলেন মিম ও পারভিন। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাদের দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই মিম মারা যায়। পুলিশ সার্জেন্ট সুব্রত কুমার দে পারভিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুব্রত কুমার দে বলেন, তিনি পারভিনকে আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তরুণী দুজনের লাশ মর্গে রাখা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যাচ্ছিল না। পরে তাদের সহকর্মীরা মর্গে এসে লাশ শনাক্ত করেন।

সুব্রত কুমার দে জানান, এ ঘটনায় সুপ্রভাত বাসের চালক ও বাসটি আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানার ওসি আবু মো. ফজলুল করিম দুইজন নিহত হওয়ার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :