ফেনী হলি ক্রিসেন্ট স্কুলে বই উৎসব পালিত
স্টাফ রিপোর্টার:>>>
“শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, নতুন দিনের নতুন বই, আনন্দে মন হৈ চৈ”এই শ্লোগানকে
সামনে রেখে ফেনী শহরের শিশু শিক্ষালয় হলি ক্রিসেন্ট স্কুলে বই উৎসব ০১ জানুয়ারী মঙ্গলবার
পালিত হয়েছে।
হলি ক্রিসেন্ট স্কুলের প্রধান শিক্ষক লুনা ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বই
বিতরণ করেন হলি ক্রিসেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু হানিফ ভূঞা মহসিন।
এ সময় উপ¯ি’ত ছিলেন- হলি ক্রিসেন্ট স্কুলের সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক) লিটন চন্দ্র দত্ত,
প্রাথমিক শাখাওয়াত উল্যাহ, সিনিয়র শিক্ষক এজহারুল হক হেলাল, নাজনীন সুলতানা, সহকারী
শিক্ষিক কামাল উদ্দিন, মোহাম্মদ আলী, রাহাত মোড়ল, এমদাদ হোসেন, মৌসুমী সোম,
জিন্নাতুন নাহার, শিউলি আক্তার, চামেলী সরকার, শামিমা আক্তার, সেলিনা আক্তার, মোর্শেদা
আক্তার, তানিয়া আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এবার হলি ক্রিসেন্ট স্কুলের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেনী পর্যন্ত ৯শ ৪০জন শিক্ষার্থীদের
মাঝে নতুন বই বিতরণ করা হয়।



