ফেনীতে বন্ধুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫৫ এএম, ০২ জানুয়ারি ২০১৯

ফেনীতে র‌্যাব’র সাথে বন্ধুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

র‌্যাব জানায়, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি চক্র লক্ষীপুরের দিকে যাচ্ছিলো এমন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান ধাওয়া করে র‌্যাব। কাভার্ডভ্যানটি মহাসড়কের দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় পৌঁছলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় র‌্যাব পাল্টা গুলি ছুঁড়লে আসাদ ও এনামুল হক আকন্দ নামে দুই মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহত দুই জনের বাড়ী মাদারীপুর জেলার বলে প্রাথমিকভাবে জানানো হয়।

 

ফেনীস্থ র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

আপনার মতামত লিখুন :