লক্ষ্মীপুরবাসী এ কে এম শাহজাহান কামালকে ফের মন্ত্রী হিসেবে দেখতে চায়।

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৪ এএম, ০৫ জানুয়ারি ২০১৯

শরীফ আল হাসান:>>>

লক্ষ্মীপুরে নৌ-বন্দর স্থাপন চাঁদপুর হয়ে লক্ষ্মীপুরে রেলপ্রকল্প বিশ্ববিদ্যালয়সহ নানান কাজের অগ্রগতি ও অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য লক্ষ্মীপুর- সদর ৩ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বর্তমান বে-সামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা জনাব এ কে এম শাহজাহান কামালকে ফের মন্ত্রী হিসেবে দেখতে চায়,লক্ষ্মীপুরের সাধারণ জনগণ ।

লক্ষ্মীপুরের ৩ থেকে এই নির্বাচিত সংসদ সদস্য আধুনিক লক্ষ্মীপুরের রুপকার উন্নয়নের এক মাত্র সফল ব্যক্তিত্ব এবং জেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে পরিচিত । লক্ষ্মীপুর বাসীর প্রত্যাশা , তাদের উপহার স্বরূপ হিসেবে দক্ষ-যোগ্য পর-উপকারী এ কে এম শাহজাহান কামালকে মন্ত্রী হিসেবে পাবে তারা ।

এ দাবীর ব্যাপারে লক্ষ্মীপুর  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা শাহজাহান কামালকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দিবেন তিনি সেখানেই সফলতার স্বাক্ষর রাখবেন। শাহজাহান কামালকে আবারও মন্ত্রীত্ব দিলে আমরা সাধুবাদ জানাবো।
লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যাল শিক্ষক সমিতির সভাপতি ড. মাকসুদ কামাল বলেন, শাহজাহান কামাল আমাদের লক্ষ্মীপুরবাসীর নয়নের মনি, সুশিক্ষিত, মেধাবী, নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আস্থাবাজন এক কথায় অনন্য। যোগ্যতম এই মানুষটিকে আমরা আবারও দেখতে চাই জনবান্ধব সরকারের একজন মন্ত্রী হিসেবে।এ ছাড়াও জেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সেচ্ছাসেবকলীগ শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ ধনী-গরিব কৃষক-শ্রমিক সর্ব সাধারণ জনগণ একই দাবী তুলছেন। এ কে এম শাহজাহান কামালকে মন্ত্রী হিসেবে দেখতে চাই

আপনার মতামত লিখুন :