সুবর্ণচরের ধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে গেলেন হিরো আলম

স্টাফ রির্পোটারঃ>>>
নোয়াখালীর সুবর্ণচরের দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূকে দেখে আসলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার সকালে তিনি নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ওই গৃহবধূর সঙ্গে দেখা করেন। সেসময় তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।
হিরো আলম বলেন, আজ নোয়াখালীর ধর্ষিত মহিলাকে দেখে এলাম। আমি চাই যারা এই অপকর্ম করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়।
তিনি আরও বলেন, তিনিও কারও না কারও বোন। ধর্ষিতা নারী আমার বোনের মতো। শুধু এই বোন নয়, কোনো মা-বোনের প্রতিই যেন এমন নির্যাতন না হয়। আমি প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই। তাদের যেন ফাঁসি হয়।
উল্লেখ্য যে, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ওই নারী ধানের শীষে ভোট দিয়ে ফিরছিলেন। এমন সময় তাকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। সেই দিন রাতে ওই গৃহবধূর বাড়ি গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।