বিদ্যুতের তার জড়িয়ে শ্যামনগরে এক কৃষকের মৃত্যু

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:>>>
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতের তার জড়িয়ে ইছা মোড়ল (৫৫) নামে এক ব্যাক্তি মারা গেছেন। সোমবার সকালে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। ইছা মোড়ল শ্রীফলকাটি গ্রামের মৃত আমির মোড়লের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, কৃষক ইছা মোড়ল সকালে বিদ্যুতের তারের উপর পড়া একটি গাছের ডাল কাটছিলেন। এসময় ডালটি বিদ্যুতের তারের উপর পড়ে তার গায়ে পড়ে। মারাত্মাক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।