শপথ অনুষ্ঠানের পর নিজ এলাকায় ফিরছেন সাংসদ রবি

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৭ এএম, ০৯ জানুয়ারি ২০১৯

সাতক্ষীরা ব্যুরো চীফ:>>>
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পর সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আগামী বৃহস্পতিবার প্রথমবার সাতক্ষীরা আসছেন।

 

সাংসদ আগামী বৃহস্পতিবার ঢাকা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যশোর বিমান বন্দরে নেমে সড়ক পথে সাতক্ষীরা পৌছাবে। ইতিমধ্যে সাংসদকে শুভেচ্ছা জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার দলীয় বিভিন্ন সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান।

 

বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামীলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে যোগ দিবেন, শুক্রবার সকালে ইন্ডিয়ান ভিসা অফিস উদ্বোধন করবেন, শনিবার সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন, রবিবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত সংবর্ধনা ও সোমবার সকালে শ্রীরামপুর ইউনাইটেড কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :