শিশুকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘাতকের শাস্তির দাবিতে মানববন্ধন

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৫৬ পিএম, ০৯ জানুয়ারি ২০১৯

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:>>>

স্কুল পড়ূয়া শিশুকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের চেষ্টার ঘটনায় ঘাতক জয়প্রকাশ সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচিটি পালিত হয়।

সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে মানবন্ধন বক্তব্যে দেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, অধ্যাপক আব্দুল হামিদ, নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবায়দুস সুলতান, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, স্বদশ এর নির্বাহী পরিচালক মাধব চদ্র দত্ত, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা জ্যোৎস্না দত্ত প্রমুখ।বক্তারা এ সময়, আশাশুনির গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়র দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে তার লাশ গুমের করার চেষ্টার ঘটনায় ঘাতক বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র জয়প্রকাশ সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বক্তারা আরো বলেন, ইতিমধ্যে ঘাতক জয়প্রকাশ আদালতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বক্তারা এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা  করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, এর আগে গত ৬ জানুয়ারী (রবিবার রাত) সাতক্ষীরার আশাশুনি উপজেলার গাবতলা গ্রামের ২য় শ্রেণীর স্কুল পড়ূয়া ওই শিশু বাড়ির পাশে প্রাইভট পড়তে যাওয়ার সময় তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষন করে পুকুরে ফেলে হত্যা করে ঘাতক জয়প্রকাশ সরকার। সে আশাশুনি উপজেলার গাবতলা গ্রামের নির্মল সরকারের ছেলে ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র।

আপনার মতামত লিখুন :