সাপাহারে নির্বাচনে দায়ীত্ব পালনরত আনসার ভিডিপি সদস্যদের ভাতা বিতরন

হাফিজুল হক,সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ>>> নওগাঁর সাপাহারে একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট
কেন্দ্রে দায়ীত্ব পালনরত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ভাতা বিতরন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা অনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এই ভাতা বিতরন করা হয়।
সাপাহার উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শাহারা বানু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন নওগাঁ সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার কাদির আলী, সাপাহার উপজেলা আনসার ও ভিডিপি
প্রশিক্ষক(টিআই)মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এসময়তারা বলেন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তায় দায়ীত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের ধন্যবাদ দিয়ে বলেন, সুন্দর ভাবে দায়ীত্ব পালনের জন্য সারা বিশ্বের কাছে আনসার ভিডিপির সুশৃংখল বাহিনী হিসেবে পরিচিতি পেয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যহত রাখতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন সাপাহার রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক হাফিজুল হক, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর
আলম(মানিক)সাপাহার উপজেলার সকল ইউনিয়ন কমান্ডার,ও লিডার গন।
উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শাহারা বানু বলেন,
একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে এই উপজেলায় ৫(পাঁচ)
শত ৬৪(চৌষট্টি) জন আনসার ও ভিডিপি সদস্য দায়ীত্ব
পালন করেছেন। প্রত্যক পিসি/এপিসিকে ৫ (পাঁচ)হাজার
৭ (সাত)টাকা ৫০(পঁঞ্চাশ) পয়সা এবং আনসারদের জনপতি
৪(চার) হাজার ৫ (পাঁচ)শত ৫৭ (সাতান্ন)টাকা ৫০ পয়সা
করে ভাতা পেয়েছে। নির্বাচনের আগে খাবার বাবদ বাবদ ৫
(পাঁচ)শত টাকা করে প্রদান করা হয়েছে।