সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সংবর্ধনা

সুনামগঞ্জ সংবাদাতা:>>>
সুনামগঞ্জ-৩ (দক্ষিন সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ মমত্ববোধ আছে। কারণ হাওর অঞ্চল সব সময় অবহেলিত বঞ্চিত, এর আগের বিএনপির সরকারগুলো মানুষের কল্যাণে কাজ করেনি। বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের আন্দোলনের হুমকি প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, কেহ যদি নির্বাচনে পরাজিত হয়ে আন্দোলন, সংগ্রাম জ্বালাও পোড়াও ঘেরাও নাশকতামূলক কর্মকান্ড করেন এগুলো ফৌজদারী অপরাধ সাধারন একজন নাগরিক হিসেবে বলছি। তিনি বলেন আমার দল বাংলাদেশ আওয়ামীলীগের কেহ যদি নাশকতামূলক কাজ করে বাসে আগুন দেয়,গাড়ি ভাঙ্গে তার বিরুদ্ধেও প্রচলিত আইনে মামলা হবে। সে যে দলেরই হোক যে অপরাধ করবে তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে।
শুক্রবার বিকেল ৪টায় মন্ত্রী হিসেবে শপথ নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তার নির্বাচনী এলাকা দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ নিজ বাসভবণে এসে পৌছলে সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম, জেলা বিড়ি ভোক্তাপক্ষসহ সর্বস্তরের জনসাধারন তাকে ফুলের শুভেচ্ছা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।
এই দিকে বিকাল পাচঁ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শহরের এফ আই ভি ডিবি হলরুমে তাকে এক সংবর্ধনা প্রধান করা হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল কালাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফি উল্ল্যা,জেলা শিক্ষা অফিসার পঞ্চানন বালা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ।