এমরান পাটোয়ারী ‘আমাদের নতুন সময়’র ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ

স্টাফ রিপোর্টার:>>>
দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব নাঈমুল ইসলাম খান সম্পাদিত দৈনিক ‘আমাদের নতুন সময়’ এর ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছে সাংবাদিক এম. এমরান পাটোয়ারী। সম্প্রতি পত্রিকার সম্পাদক তাকে ফেনী জেলা প্রতিনিধির নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি এডিটর (এডমিন) মোহাম্মদ আরিফুর রহমান, এসিসটেন্ট জোনাল এডিটর সোহানুর রহমান, নিউজ এডিটর খন্দকার আলমগীর হোসাইন ও ডেপুটি এডিটর নুরুল আফছার। এম. এমরান পাটোয়ারী ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘ফেনী বার্তা’র ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ‘ফেনীর কাগজ’ এর সম্পাদক। তিনি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা পেশায় কাজ করে আসছেন। সাপ্তাহিক ‘ফেনী টাইমস্’ পত্রিকার মাধ্যমে তার লেখালেখির হাতেখড়ি। তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম চাঁদপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মো. জসিম উদ্দিনের বড় ছেলে। সে সামাজিক সংগঠন লেমুয়া চম্পাকলি সাংস্কৃতিক গোষ্ঠির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।