সাতক্ষীরায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরায় নির্মাণাধীন চীফ জুডিশিয়াল ভবন থেকে পড়ে গিয়ে জুয়েল হাসান নামে এক নির্মান শ্রমিক নিহতসহ আশাশুনি উপজেলায় ইঞ্জিন চালিত ভ্যান উল্টে শাহ জামাল (৪২) নামে এক বিচালী ব্যাবসায়ি নিহত হয়েছে। নিহত নির্মান শ্রমিক জুয়েল হাসান যশোর জেলার বাঘারপাড়া উপজেলা সদরের বাঘারপাড়া গ্রামের বাসিন্দা। ইঞ্জিন চালিত ভ্যান উল্টে নিহত শাহ জামাল খাজরা ইউনিয়নর দক্ষিন গদাইপুর গ্রামের আব্দুল গাজীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রবিবার সকাল ৯টার দিক নির্মাণাধীন চীফ জুডিশিয়াল ভবন কাজ করার সময় শ্রমিক জুয়েল নীচে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে আশাশুনিতে ইঞ্জিন চালিত ভ্যান উল্টে শাহ জামাল (৪২) নামে এক বিচালী ব্যাবসায়ি নিহত হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা মন্দিরের পাশে এ ঘটনাটি ঘটে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, রবিবার সকাল ১১টার দিকে শাহ জামাল বিচলী কিনে নিজ ইঞ্জিন ভ্যান চালিয়ে আসছিলো। তুয়ারডাঙ্গা সার্বজনীন দুর্গামন্দিরের সামনে এসে পৌঁছালে ইঞ্জিন ভ্যান উল্টে নিজেই গাড়ির তলায় পড়ে ঘটনাস্হলেই নিহত হন। উভয়ের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।